Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান ।  আর্তমানবতার সেবায় এ বিভাগের ভূমিকা অত্যন্ত  গুরুত্বপূর্ণ। এ বিভাগের কর্মীগণ সার্বক্ষণিক কল্যানে নিবেদিত।  এ বিভাগ মানবসৃষ্ট ও প্রাকৃতিক দূর্যোগ যথা অগ্নিকান্ড ,দৈব দুর্ঘটনা , যুদ্ধাবস্থা, বিমান আক্রমন কিংবা যে কোন আপদকালীন সময়ে মানুষের তথা আর্তমানবতার সেবার জন্য সার্বক্ষণিকভাবে অতন্দ্র প্রহরীর মতো নিয়োজিত থাকে । পূর্বতন ফায়ার সার্ভিস বা ফায়ার বিগ্রেড বা দমকল বাহিনী সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও রেসকিউ বা উদ্ধার বাহিনী এ তিন বাহিনী মিলে ১৯৮২ সালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গঠিত হয় ।