Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণ
ডাউনলোড

দিনটি শুরু হয় অন্যান্য স্বাভাবিক দিনের মতই ০৯ ডিসেম্বর সময় গড়াতেই আকাশে কিছুটা পরিবর্তনে শুরু হল গুড়িগুড়ি বৃষ্টি । দুপুর ২ টা হঠাৎ করে একজন লোক এসে আমাদের স্টেশনে খবর দিল যে কাঠালবাড়িয়ায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ।  স্থানটি ছিল আমাদের স্টেশনের পূর্ব পাশে ।আমরা দ্রুত আমাদের গাড়ী ও জনবল সহ হাজির হলাম গিয়ে দেখি ট্রাকটি মাইক্রোবাসের উপর  এবং মাইক্রোবাসটি একটি ছোট পুকুরের পাড়ে ঝুলন্ত অবস্থায় । আমরা খুব দ্রুত মাইক্রোবাসের মধ্যে থেকে ২ জন কে আহত অবস্থায় বের করে আমাদের গাড়ী যোগে হাসপাতালে প্রেরন করি এবং এর মধ্যে জনতা ০১ জন কে মৃত অবস্থায় বের করেছে। গাড়ীতে মোট ০৫ জন  ছিল  সামনের সিটে ০২ জন আটকা পড়ে আছে । ট্রাক চাপায় মাইক্রোবাস দুমড়ে মুচড়ে গেছে । আমরা আমাদের হাইড্রোলিক ইকুপমেন্ট দিয়ে ২ জন কে গাড়ীর মধ্যে হতে বের করার চেষ্টা করতে থাকি । গাড়ীটি যেহেতু ঝুলন্ত অবস্থায় তাই যেকোন মুহূর্তে পুকুরে পড়ে যেতে পারে এতে করে আমাদের নিজেদেরই প্রাণহানী ঘটতে পারে । তার পর ও আমরা আমাদের চেষ্টা করতে থাকি এবং সামনে ড্রাইভারের বাম পাশের ০১ (এক) জন কে হাইড্রোলিক কাটার ‍দিয়ে  মাইক্রোবাসের দরজা ও সিট কেটে দ্রুত জীবিত অবস্থায় বাহির করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছাই। আর মাইক্রো বাসের ড্রাইভারের উপর ট্রাক চাপা পড়ে থাকায়  উক্ত ড্রাইভার অনেক কাকুতি মিনতি করে তাকে বের করার জন্য সে তার পরিবারের স্ত্রী সন্তান বাবা মা সকলের কথা বলতে থাকে এবং তার উপর থেকে ট্রাক এর চাপ সরিয়ে নিতে বলে আমরা তাকে স্বান্তনা দিতে থাকি এবং আমাদের হাইড্রোলিক যন্ত্রপাতি ব্যবহার করাটা কঠিন ছিল ঐ সংকীর্ণ জায়গায়  তারপরও আমরা ড্রাইভারের পাশের সমস্ত  দরজা পেছনের সিট কেটে তাকে বের করার চেষ্টা করতে থাকি এর মধ্যে আমাদের মোটা রশি দ্বারা ট্রাক বাধিয়া বিপরীত মুখী অন্য একটি ট্রাকের সাথে বেধে টান দেওয়ার ফলে একটু আলগা হলে উদ্ধার কারী যন্ত্রপাতি  লাগিয়ে মাইক্রোবাসটির স্টিয়ারিং কেটে তাকে বের করতেই তার সমস্ত মুখমন্ডল ও চোখের কালার  পরিবর্তন হয়ে যায়  তাকে ঐ অবস্থায় পুঠিয়া স্বাস্থ্ কমপ্লেক্স নিয়ে যায় । আসলে তখন বিষয়টি অনুধাবন করা খু্ব কঠিন ছিল  শুধু আকুতি গুলো মনে পড়ে । পরে খোজ নিয়ে দেখি সামনের সিটে বসে থাকা দুই জনই মারা গেছে । খবরটি পাওয়ার পরই বুঝতে পারলাম জীবন ও মৃত্যু কত কাছাকাছি অবস্থান করে।ঐ সড়ক দুঘর্টনায় মোট ০৩ জন মারা যায় যা ছিল খুবই মর্মান্তিক ।